স্কটল্যান্ডের আজব ব্যক্তি ব্যথা পান না
আমরা জানি, কাউকে আঘাত করলে সে তো অবশ্যই ব্যথা পাবে।কিন্তু স্কটল্যান্ডের এক আশ্চর্য ব্যক্তি তিনি ব্যথা পান না । তার নাম জো ক্যামেরন ।তিনি ৭১ বছর বয়সী এক নারী ।
তিনি রান্না করতে গিয়ে মাঝেমধ্যেই হাত পুড়িয়ে ফেলেও ব্যথা পান না । তবে মাংস গন্ধ পেয়ে বুঝতে পারেন, তাঁর কোনো অঙ্গ পুড়ছে। তিনি তার এ আশ্চর্য ঘটনা ৬৫ বছর বয়সে প্রথম বুঝতে পারেন । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গবেষকেরা বলেছেন,ক্যামেরনের এই অবস্থার জন্য তাঁর জিন দায়ী। তবে এমন জিনের অধিকারী বিশ্বে মাত্র কয়েকজন।উপরোক্ত তথ্যটি প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া হয়েছে।
এমন আশ্চর্য ঘটনা জানতে https://itel360.blogspot.com এর সাথে থকুন।
তিনি রান্না করতে গিয়ে মাঝেমধ্যেই হাত পুড়িয়ে ফেলেও ব্যথা পান না । তবে মাংস গন্ধ পেয়ে বুঝতে পারেন, তাঁর কোনো অঙ্গ পুড়ছে। তিনি তার এ আশ্চর্য ঘটনা ৬৫ বছর বয়সে প্রথম বুঝতে পারেন । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গবেষকেরা বলেছেন,ক্যামেরনের এই অবস্থার জন্য তাঁর জিন দায়ী। তবে এমন জিনের অধিকারী বিশ্বে মাত্র কয়েকজন।উপরোক্ত তথ্যটি প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া হয়েছে।
এমন আশ্চর্য ঘটনা জানতে https://itel360.blogspot.com এর সাথে থকুন।
জো ক্যামেরন |
ooooo
ReplyDeleteReally..
ReplyDelete😎😎😎😎
ReplyDeleteNice
ReplyDelete