সৃজনশীল পদ্ধতি চালুর ইতিহাস
Secondary Education Sector Investment Program (SESIP)-এর মাধ্যমে একমুখী শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে সৃজনশীল পদ্ধতি চালু হয়।এরই অংশ হিসেবে 2004 সালে প্রথম এ পদ্ধতির সাথে পরিচিত করাতে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়।তখন এর নাম ছিল কাঠামোবদ্ধ পদ্ধতি।2007 সালের জুনে এর নাম পরিবর্তন করে সৃজনশীল পদ্ধতি নামে বাস্তবায়নের জন্য সরকারি আদেশ জারি করা হয়।2008 সাল থেকে সৃজনশীল পদ্ধতিটি প্রথমে নবম শ্রেণীতে চালু করা হয়।2010 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বোর্ড পরীক্ষায় দুটি বিষয়ে (বাংলা ও ধর্ম শিক্ষা) পরীক্ষায় সৃজনশীল পদ্ধতি চালু করা হয়।এরপর 2011 সালের দাখিল ও 2012 সালে এইচএসসি পর্যায়ে সৃজনশীল পদ্ধতি চালু হয়।2012 সালে এসএসসি পরীক্ষায় প্রায় সবগুলো বিষয়ে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়।2019 সালে এ সৃজনশীল পদ্ধতি প্রবর্তনের একযুগ পূর্ণ হয়।
No comments