national university honours 2nd year result 2019
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মাননা দ্বিতীয় বছরে ২019 সালের ফলাফল প্রকাশ আগামী 5 ই জুন।সকল শিক্ষার্থীদের জন্য রইল আমাদের আগাম শুভ কামনা। আমরা প্রার্থনা করি যে, সকল শিক্ষার্থী যেন তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পায় এবং তাদের স্বপ্ন পূরণে আরও একধাপ এগিয়ে যাক।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
কিংবা গুগল সার্চ অপশনে গিয়ে লিখুন http://www.nu.ac.bd/results/।এই ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে আপনাকে আপনার কোর্সের নাম অনার্স সিলেক্ট করতে হবে। এরপর ইয়ার সিলেক্ট করতে হবে।তারপর আপনার এক্সাম রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার লিখে এবং পাশাপাশি ছোট্ট একটা ক্যাপচা পূরণ করতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করলে আপনার ফলাফল সাথে সাথে পেয়ে যাবেন।
মোবাইল এর মাধ্যমে যেভাবে রেজাল্ট পাবেন, প্রথমে nu লিখে স্পেস দিবেন, তারপর H2 লিখবেন, তারপর আবার স্পেস দিবেন, তারপর এক্সাম রোল বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন 16222 এ নাম্বারে।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
কিংবা গুগল সার্চ অপশনে গিয়ে লিখুন http://www.nu.ac.bd/results/।এই ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে আপনাকে আপনার কোর্সের নাম অনার্স সিলেক্ট করতে হবে। এরপর ইয়ার সিলেক্ট করতে হবে।তারপর আপনার এক্সাম রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার লিখে এবং পাশাপাশি ছোট্ট একটা ক্যাপচা পূরণ করতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করলে আপনার ফলাফল সাথে সাথে পেয়ে যাবেন।
মোবাইল এর মাধ্যমে যেভাবে রেজাল্ট পাবেন, প্রথমে nu লিখে স্পেস দিবেন, তারপর H2 লিখবেন, তারপর আবার স্পেস দিবেন, তারপর এক্সাম রোল বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন 16222 এ নাম্বারে।
No comments