Header Ads

জানুন ডোমেইন কি ? ওয়েব সাইটে কেন ডোমেন ব্যবহার করা হয়?

IP এড্রেস এর পরিবর্তে ব্যবহার করা হয় ডোমেইন অ্যাড্রেস।IP এড্রেস যেহেতু সংখ্যা দিয়ে লেখা হয় সে কারণে একসাথে অনেকগুলো অ্যাড্রেস পৃথকভাবে মনে রাখা বেশ কষ্টকর। মনে রাখার সুবিধার্থে সংখ্যার পরিবর্তে আলফা নিউমেরিক ব্যবহার করা হয়।DNS (ডোমেইন নেম সিস্টেম) পদ্ধতি ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার বা রাউটারের আলফা নিউমেরিক নাম কে সঠিক আইপি অ্যাড্রেস অনুবাদ করে নির্দিষ্ট নেম একাধিক স্মারণীক নাম বা উপ নামে শনাক্ত করা, একই নামের বিপরীতে একই ধরনের একাধিক ওয়েব সার্ভারে মধ্যে কাজ বন্টন করা প্রভৃতি কাজ করে থাকে।

ওয়েবসাইট পাবলিশিং এর জন্য ডোমেইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যা আইপি এড্রেস নাম্বার দ্বারা লেখা হয়।কিন্তু এ নাম্বার মনে রাখা খুব কঠিন তাই আইপি এড্রেস কে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরে কোন নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার পর্বে দেওয়া কম্পিউটারে এরূপ নাম কে ডোমেন নেম বলা হয়।

যেমনঃ আইপি এড্রেস এর পরিবর্তে https://lecturepublications.org/ ডোমেইন নেম ব্যবহার করা হয়।ডোমেন নেম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে ।
এখানে,lecturepublications.org ডোমেইন নেমের দুটি অংশে বিভক্ত থাকে।ডট এর পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলা হয় ।টপ লেভেল ডোমেইন আবার জেনেটিক ও কান্ট্টি দুটি বিভাগে বিভক্ত থাকে।যেমনঃ

  • .com[বাণিজ্যিক প্রতিষ্ঠান]
  • .gov[রাষ্ট্রীয় প্রতিষ্ঠান]
  • .edu[শিক্ষা প্রতিষ্ঠান]
  • .net[নেটওয়ার্ক সার্ভিস]
  • .int[আন্তর্জাতিক প্রতিষ্ঠান]
  • .org[অলাভজনক]
  • .mil[সামরিক প্রতিষ্টান]
আরো নিদিষ্ট করার জন্য ডোমেইন হিসেবে ব্যবহারের জন্য দেশের নাম সংক্ষিপ্ত আকারে লেখা থাকে।যেমনঃlecturepublications.org.bd ।bd টপ লেভেলের ডোমেইনকে কান্ট্রি ডোমেইন বলে।নিচে কয়েকটি কান্ট্রি দেওয়া হলোঃ
  • .bd[বাংলাদেশ]
  • bt[ভুটান]
  • cn[চীন]
  • eg[মিশর]
  • jp[জাপান]
  • my[মালয়েশিয়া ]
  • ar[আর্জেন্টিনা]
  • au[অস্ট্রেলিয়া ]
  • nl [নেদারল্যান্ড]
  • ik[শ্রীলঙ্কা]
আলেক্সা হল ক্যালিফোনিয়ার অ্যামাজন সাইটের একটি সাবসিডিয়ারি একটা সাইট। যা 1996 সালের সুপরিচিত সাইবারস্পেসম্যান ব্রূস জিলাট এর তৈরি করা সাইট।ওয়েবসাইট হোস্টিং, মালিক দেশ ইত্যাদি তথ্য ছাড়াও ওয়েব সাইটের ট্রাফিক সম্পর্কে ধারণা দেয় আলেক্সা ।এর টুল থেকে পৃথিবীর কোটি কোটি রাস্ক জানা যায়। আজকে আমরা জানবো পৃথিবীর হাজারও সাইটের মধ্যে কোন কোন সাইট আলেক্সা রাঙ্কিং এ সবচেয়ে প্রথম সারিতে আছে।আলেক্সা ওয়েবসাইট থেকে জানা যায় যে, আলেক্সা রাঙ্কিং যথাক্রমে-
  1. goole.com
  2. facebook.com
  3. youtube.com
  4. yahoo.com
  5. baidu.com
  6. amazon.com
  7. wikipedia.org
  8. taobao.com
  9. twitter.com
  10. Qq.com

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.