Header Ads

প্রবন্ধ, নাটক, কবিতা, গ্রন্হ ও উপন্যাস নিয়ে সাধারণ জ্ঞানের সহজ কৌশল

একাধিক লেখকের একই নামে উপন্যাস
  • ''ময়ূরাক্ষী'' একই নামে উপন্যাস লিখেছেন হুমায়ূন আহমেদ ও সরোজ কুমার রায়চৌধুরী
  • ''দেয়াল'' একই নামে উপন্যাস লিখেছেন হুমায়ূন আহমেদ ও আবু জাফর শামসুদ্দীন
  • ''রজনী'' একই নামে উপন্যাস লিখেছেন হুমায়ূন আহমেদ ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ''জননী'' একই নামে উপন্যাস লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় ও শওকত ওসমান
  • ''জয় বাংলা'' একই নামে উপন্যাস লিখেছেন বেবী মওদুদ ও মুনতাসীর মামুন
একাধিক লেখকের একই নামের প্রবন্ধ
  • ''ভাষা ও সাহিত্য'' একই নামে প্রবন্ধ লিখেছেন ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ ও মুহাম্মদ আব্দুল হাই
  • ''কবিতার কথা'' একই নামে প্রবন্ধ লিখেছেন জীবনানন্দ দাশ ও সৈয়দ আলী আহসান
একাধিক লেখকের একই নামে কাব্যগ্রন্থ
  • ''জঙ্গনামা'' একই নামে কাব্য গ্রন্থ লিখেছেন দৌলত উজির বাহরাম খান, ফকির গরীবুল্লাহ, হেয়াত মামুদ ও নসরূল্লাহ খাঁ
  • ''বড় জঙ্গনামা'' লিখেছেন ওয়াহিদ আলী
একাধিক লেখকের একই নামে নাটক
  • ''সিরাজউদ্দৌলা'' একই নামে নাটক লিখেছেন সিকান্দার আবু জাফর, গিরিশচন্দ্র ঘোষ ও শচীন সেনগুপ্ত 
  • ''মধুমালা'' একই নামে নাটক লিখেছেন কাজী নজরুল ইসলাম ও জসিম উদ্দিন
  • ''ঘুম নেই'' একই নামে নাটক লিখেছেন সুকান্ত ভট্টাচার্য ও সেলিম আল দীন
  • ''এলেবেলে'' একই নামে নাটক লিখেছেন জিয়া হায়দার ও হুমায়ূন আহমেদ
একই নামে নানা ধরনের গ্রন্থ
  • ''পদ্মাবতী'' নামে [নাটক] লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত
  • ''পদ্মাবতী'' নামে [অনুবাদ কাব্য] লিখেছেন আলাওল
  • ''পদ্মাবতী'' নামে [সমালোচনা মূলক গ্রন্থ] লিখেছেন সৈয়দ আলী আহসান
  • ''পূরবী'' নামে [উপন্যাস] লিখেছেন সিকান্দার আবু জাফর
  • ''পূরবী'' নামে [কাব্য গ্রন্থ] লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর
  • ''কবর'' নামে [নাটক] লিখেছেন মুনীর চৌধুরি
  • ''কবর'' নামে [কবিতা] লিখেছেন জসীমউদ্দিন 
  • ''অভিযাত্রিক'' নামে [কাব্য গ্রন্থ] লিখেছেন বেগম সুফিয়া কামাল
  • ''অভিযাত্রিক'' নামে [ভ্রমণ কাহিনী] লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • ''অভিযান'' নামে [কবিতা] লিখেছেন কাজী নজরুল ইসলাম
  • ''অভিযান'' নামে [কাব্য গ্রন্থ] লিখেছেন সুকান্ত ভট্টাচার্য
  • ''মরু ভাস্কর'' নামে [কাব্য গ্রন্থ] লিখেছেন কাজী নজরুল ইসলাম
  • ''মরু ভাস্কর'' নামে [জীবনী গ্রন্থ] লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী
  • ''মানচিত্র'' নামে [নাটক] লিখেছেন আনিস চৌধুরী 
  • ''মানচিত্র'' নামে [কবিতা] লিখেছেন আলাউদ্দিন আল আজাদ
  • ''দেনা পাওনা'' নামে [উপন্যাস] লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
  • ''দেনা পাওনা'' নামে [ছোট গল্প] লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর
  • ''সঞ্জয়ন'' নামে [কবিতা সংকলন] লিখেছেন কাজী নজরুল ইসলাম 
  • ''সঞ্জয়ন'' নামে [গবেষণামূলক গ্রন্থ] লিখেছেন কাজী মোতাহের হোসেন
  • ''কৃষ্ণপক্ষ'' নামে [গল্প গ্রন্থ] লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী
  • ''কৃষ্ণপক্ষ'' নামে [উপন্যাস] লিখেছেন হুমায়ূন আহমেদ
  • ''গুণীন'' নামে [উপন্যাস] লিখেছেন আশরাফ সিদ্দিকী 
  • ''গুণীন'' নামে [গল্প] লিখেছেন হাসান আজিজুল হক 

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.