2019 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সকল বোর্ডের পাশের হার
1.ঢাকা বোর্ড = পাশের হার 79.62% এবং জিপিএ 5 পেয়েছে 29,687 জন।
2.চট্টগ্রাম বোর্ড = পাশের হার 78.11% এবং জিপিএ 5 পেয়েছে 7,393 জন।
3.রাজশাহী বোর্ড = পাশের হার 91.64% এবং জিপিএ 5 পেয়েছে 22,795 জন।
4.কুমিল্লা বোর্ড = পাশের হার 87.16% এবং জিপিএ 5 পেয়েছে 8,764 জন।
5.যশোর বোর্ড = পাশের হার 90.88% এবং জিপিএ 5 পেয়েছে 9,948 জন।
6.বরিশাল বোর্ড = পাশের হার 77.41% এবং জিপিএ 5 পেয়েছে 4,189 জন।
7.সিলেট বোর্ড = পাশের হার 70.83% এবং জিপিএ 5 পেয়েছে 2,757 জন।
8.দিনাজপুর বোর্ড = পাশের হার 84.10% এবং জিপিএ 5 পেয়েছে 9,023 জন।
9.মাদ্রাসা বোর্ড = পাশের হার 83.03% এবং জিপিএ 5 পেয়েছে 6,287 জন।
10.কারিগরি বোর্ড = পাশের হার 72.24% এবং জিপিএ 5 পেয়েছে 4,751 জন।
এক নজরে ফলাফল:
মোট শিক্ষার্থী 21 লাখ 27 হাজার 815 জন। কৃতকার্য পরীক্ষার্থী 17 লাখ 49 হাজার 165 জন।মোট জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থী 1,05,594 জন।দশটি শিক্ষা বোর্ডের গড় পাসের হার 82.20%।আটটি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার 82.80%।সর্বোচ্চ পাসের হার, রাজশাহী বোর্ড 91.64%। সর্বনিম্ন পাসের হার 70.83%।শতভাগ পাশকৃত শিক্ষাপ্রতিষ্ঠান, 2583টি।শূন্য ভাগ পাশকৃত শিক্ষাপ্রতিষ্ঠান 107টি।
Nice♥♥♥♥
ReplyDeleteE
ReplyDelete