Header Ads

বাংলাদেশ

 বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ।ভৌগলিক অবস্থান  উত্তর অক্ষাংশের বৃষ্টি 20 ডিগ্রী 34'  থেকে 26 ডিগ্রী 38' এবং পূৰ্ব  দ্রাঘিমা   অংশের 88 ডিগ্রী 01'  থেকে  92 ডিগ্রী 41'  এ মধ্যবর্তী স্থানে।বাংলাদেশের সীমানা উত্তর ও পশ্চিমে ভারত ও দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে ভারত ও মায়ানমার।দেশটির আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার(56977) বর্গ মাইল  দেশটিতে 6 টি প্রাথমিক বিভাগ আছে।বাংলাদেশের সর্ব মোট 64 টি জেলা আছেবাংলাদেশের শিক্ষার হার 72%। 2001 থেকে 2002 এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 131 দশমিক 20 মিলিয়ন ।বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1দশমিক  47 শতাংশ। বাংলাদেশের সম্প্রদায় মুসলমান 88 দশমিক 3 %হিন্দু 10.5% বৌদ্ধ 0.6% খ্রিস্টান 0.3% অন্যান্য 0.3%।বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা। বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের মুদ্রা টাকা। বাংলাদেশের 6 টি সিটি কর্পোরেশন। বাংলাদেশের পৌরসভা 254 টিবাংলাদেশ মৌজা 59, 990 টি। বাংলাদেশ ইউনিয়ন 4484 টি। বাংলাদেশ 11 টি সেক্টর আছে 



1991 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রায় 1,997 9,932 টি  পরিবার বসবাস করছে।বাংলাদেশের প্রধান শস্য ধান, পাট, তামাক,আলু,শাক সবজি,কলা,আম,কাঁঠাল,পেঁপে ইত্যাদি । বাংলাদেশের প্রধান খনিজ দ্রব্য হচ্ছে প্রাকৃতিক গ্যাস,  কয়লা, চুনাপাথর, চিনামাটি ইত্যাদি।বাংলাদেশের প্রধান শিল্প পাট, তুলা, তৈরি পোশাক, কাগজ, নিউজপ্রিন্ট,   সিমেন্ট ,কেমিক্যাল, সার, চিনি এবং পাট শিল্প ইত্যাদি।বাংলাদেশের প্রধান রপ্তানি হচ্ছে পাট, বস্ত্র ,পাট শিল্প, চামড়া ,নিউজপ্রিন্ট তৈরি, পোশাক ও মাছ ইত্যাদি।বাংলাদেশের বিমান বন্দর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, কক্সবাজার, সৈয়দপুর, ঠাকুরগাঁও, ঈশ্বর ও বরিশাল ইত্যাদি।বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মংলা।বাংলাদেশের প্রধান নদীগুলোর নাম হলো পদ্মা, মেঘনা যমুনা, মধুমতি,    তিস্তা, সুরমা এবং কর্ণফুলী ইত্যাদি।বাংলাদেশের স্যাটেলাইট স্টেশন তালিবাবাদ,গাজীপুর এবং মহাখালী  ঢাকা ।বাংলাদেশি টিভি স্টেশন রামপুরা, ঢাকা ও চট্টগ্রাম ইত্যাদি।বাংলাদেশের রেডিও স্টেশন ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর ও সিলেট ইত্যাদি। বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয় প্রায় 12,553 টি এবং প্রাথমিক বিদ্যালয় 78,595 টি। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় 11 টি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়19 টি। বাংলাদেশে কলেজ 2,845 টি ।বাংলাদেশের প্রায় 7096 টি মাদ্রাসা আছে।বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ 13 টি এবং বেসরকারি মেডিকেল কলেজ 19 টি। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কলেজ 4 টি।বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউট 20 টি।                                         

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.