Header Ads

99 বছর বয়সে এক বৃদ্ধার স্কুল জীবন।

যে বয়সে মানুষ নাতি-নাতনি বা তাদের সন্তানদের স্কুলে পড়তে দেখে সেই বয়সে এক বৃদ্ধা স্কুলে যেতে শুরু করেছেন।আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে 99 বছর বয়সী এর নাম ইউসেবিয়া লিওনর করদাল।ইউসেবিয়া খুব অল্প বয়সে মাকে হারান।আরো অনেক সমস্যার কারণে প্রাথমিকের চৌকাঠ মাড়ানো হয়নি তার।তবে জীবনের নানা চড়াই-উতরাই লেখাপড়ার প্রতি তার টান একটুও দুর্বল করতে পারেনি।তিনি তার অদম্য ইচ্ছা থেকে তিনি ভর্তি হন বুয়েন্স আয়ার্সের ল্যাপ্রিদায় বয়স্কদের জন্য প্রাথমিক বিদ্যালয়।তিনি প্রতি মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার বিদ্যালয় যান।নতুন করে জীবন শুরু করার পর তিনি একদিনের জন্যও স্কুল কামাই করেননি।চলুন আমরা সবাই তার এ অদম্য ইচ্ছাটিকে সম্মান জানাই।এরকম আকর্ষণীয় ঘটনা জানতে https://itel360.blogspot.com এর সাথে থকুন।
ITEL360

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.