কৃত্রিম গর্ভাশয়
কৃত্রিম গর্ভাশয় তৈরি হলো সত্যি।বিশ্বাস হচ্ছে না।না হওয়ারই কথা।কিন্তু বিজ্ঞান তা পেরেছে। আর এই কাজে সফল হয়েছে জাপানি বিজ্ঞানীরা।তাঁরা আশা করছেন, ভবিষ্যতে অপরিণত মানবভ্রূণ বাঁচাতে এই কৃত্রিম গর্ভাশয় কাজে লাগানো যাবে।তাঁরা কৃত্রিম উপায়ে অপরিণত ভেড়ার ভ্রূণ বাঁচিয়ে রাখার ক্ষেত্রে সফল হয়েছেন।আশা করি ভবিষ্যতে এর চেয়েও বড় চমক দিবে বিজ্ঞান আর আমরা অপেক্ষায় রইলাম।
No comments