Central Women's College
সেন্ট্রাল উইমেন্স কলেজ
Central Women's College
(দেশের প্রথম বেসরকারি মহিলা কলেজ)
(Country's first private women's college)
বাংলাদেশে শিক্ষার অগ্রযাত্রার নন্দিত অগ্রদূত বেগজাদী মাহমুদা নাসির নীতি ও নিষ্ঠার সাথে 1992 সাল পর্যন্ত প্রায় 36 বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।1992 সালে অধ্যক্ষ হিসেবে আমেতুল খালেক বেগম দায়িত্ব নিয়ে 2003 সালে নিয়ে জেরিনা আখতারের নিকট হস্তান্তর করেন।অধ্যক্ষ জেরিনা আখতার 2009 সালে অবসর গ্রহণ করেন।কলেজকে বিকশিত, অবকাঠামো সংস্কার ও আধুনিক মননশীল শিক্ষা উন্নয়নের অভিপ্রায় নিয়ে 2010 সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন জাহান জেব আখতার এবং 2016 সালের মৃত্যুর পূর্বদিন পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
অগ্রযাএা দৃঢ় প্রত্যয় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 13 বছর ও ঢাকা কলেজে 11 বছরের অধ্যাপনার অভিজ্ঞতা সম্পন্ন মোঃ ইফতেকার আলী (বিসিএস,সাধারন শিক্ষা) স্বনামধন্য এই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।মাএ দুই বছরেরও কম সময় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর প্রচেষ্ঠা ও সুষ্ঠ নিদেশনায় যোগ্য ও দক্ষ অধ্যাপকন্ডলীর স্বচ্ছ ও পরিকল্পিত প্রগতিশীল পদ্বতির সমন্বয়ে সেন্ট্রাল উইমেন্স কলেজে নিম্নলিখিত ক্ষেএসমূহ সম্পূণ নতুন আঙ্গিকে সংযোজিত হয়।
50 টি ডেস্কটপ সম্বলিত 100 আসন বিশিষ্ট সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ICT ল্যাব।কলেজের মূল ভবনের সামনে সুবিশাল পরিসরে দৃষ্টিনন্দন শহীদ মিনার।80 আসনবিশিষ্ট বিশুদ্ধ পানীয়ের সুব্যবস্থসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাফেটোরিয়া।100 আসন বিশিষ্ট সুসজ্জিত সুবিশাল রিডিং রুম।1000 লিটার ফিল্টারিং ক্যাপাসিটিসহ ছাএী ও শিক্ষকদের জন্য অত্যাধুনিক ফিল্টারের ব্যবস্থা।
60 টি স্পিকারের সুবিধাসহ সেন্ট্রাল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা।10,000 ছাএীর ফেইস স্ক্যানিং ক্যাপাসিনি সম্বলিত মোট 5 টি স্ক্যানিং ডিভাইস স্থাপন ও স্বয়ংক্রিয় SMS-এর মাধ্যমে ছাএীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ।5 টি মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন এবং আরো 10 টি নতুন মাল্টিমিডিয়া ক্লাস রুমের উদ্যোগ গ্রহন।32 টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপওা নিশ্চিতকরণ।বাংলা, সমাজকর্ম, মার্কেটিং,প্রাণিবিদ্যা ও গণিত বিষয়ে অনার্স এবং ইংরেজি,রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স চালু।
No comments