মঙ্গল গ্রহে ভূমিকম্প !
মঙ্গল গ্রহে ভূমিকম্প !
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো মহাকাশযান Insight 6 এপ্রিল 2009 সালে প্রথমবারের মতো মঙ্গল গ্রহে একটি ভূমিকম্প শনাক্ত করে।পৃথিবী এবং চাঁদের বাহিরে এ প্রথমবারের মতো অন্য কোনো গ্রহে ভূমিকম্প শনাক্ত করা গেল।কম্পনটি ছিল বেশ দুর্বল, 1960-1970 এর দশকে চাঁদের শনাক্ত হওয়া ভূমিকম্পগুলোর মতো।মঙ্গলে এ ভূমিকম্প শনাক্ত করার জন্য কাজ করে Insight ল্যন্ডারে থাকা ফ্রান্সে নির্মিত সিসমোমিটার Sysmic Experiment for Interior Structure [SEIS]।এর আগে পরে আরো তিন দিন 14 মার্চ, 10 এপ্রিল এবং 11 এপ্রিল আরো তিনটি শব্দ সম্ভাব্য ভূমিকম্প শনাক্ত করে SEIS।কিন্তু সেগুলো ছিল 6 এপ্রিলের ভূমিকম্পের চেয়েও দুর্বল।Insight মহাকাশযানটি বর্তমানে কাজ করেছে মঙ্গলের বিষুব অঞ্চলের একটি সমতল স্থানে, যার নাম এলিসিয়াম প্ল্যনিশিয়া।
দ্রুত প্রসারিত হচ্ছে মহাবিশ্ব
বিজ্ঞানীরা বলেছেন, মহাবিস্ফোরণের (বিগ ব্যাং) মাধ্যমে সৃষ্টির পর থেকেই প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে মহাবিশ্ব।নানা গবেষণা সম্প্রসারণের এর গতিবেগ সম্পর্কেও ধারণা দেন তারা।সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা-নাসা জানায়, বিজ্ঞানীদের অনুমানের চেয়ে প্রায় 9 শতাংশ বেশি দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে মহাবিশ্ব।হাবল স্পেস টেলিস্কোপ এর মাধ্যমে তারা মহাবিশ্বের সম্প্রসারণ এর গতিবেগ সম্পর্কে নিশ্চিত হন।25 এপ্রিল 2019 এ নিয়ে অ্যাস্ট্রোফিজিক্যাল জানাল লেটারস- এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো মহাকাশযান Insight 6 এপ্রিল 2009 সালে প্রথমবারের মতো মঙ্গল গ্রহে একটি ভূমিকম্প শনাক্ত করে।পৃথিবী এবং চাঁদের বাহিরে এ প্রথমবারের মতো অন্য কোনো গ্রহে ভূমিকম্প শনাক্ত করা গেল।কম্পনটি ছিল বেশ দুর্বল, 1960-1970 এর দশকে চাঁদের শনাক্ত হওয়া ভূমিকম্পগুলোর মতো।মঙ্গলে এ ভূমিকম্প শনাক্ত করার জন্য কাজ করে Insight ল্যন্ডারে থাকা ফ্রান্সে নির্মিত সিসমোমিটার Sysmic Experiment for Interior Structure [SEIS]।এর আগে পরে আরো তিন দিন 14 মার্চ, 10 এপ্রিল এবং 11 এপ্রিল আরো তিনটি শব্দ সম্ভাব্য ভূমিকম্প শনাক্ত করে SEIS।কিন্তু সেগুলো ছিল 6 এপ্রিলের ভূমিকম্পের চেয়েও দুর্বল।Insight মহাকাশযানটি বর্তমানে কাজ করেছে মঙ্গলের বিষুব অঞ্চলের একটি সমতল স্থানে, যার নাম এলিসিয়াম প্ল্যনিশিয়া।
দ্রুত প্রসারিত হচ্ছে মহাবিশ্ব
বিজ্ঞানীরা বলেছেন, মহাবিস্ফোরণের (বিগ ব্যাং) মাধ্যমে সৃষ্টির পর থেকেই প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে মহাবিশ্ব।নানা গবেষণা সম্প্রসারণের এর গতিবেগ সম্পর্কেও ধারণা দেন তারা।সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা-নাসা জানায়, বিজ্ঞানীদের অনুমানের চেয়ে প্রায় 9 শতাংশ বেশি দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে মহাবিশ্ব।হাবল স্পেস টেলিস্কোপ এর মাধ্যমে তারা মহাবিশ্বের সম্প্রসারণ এর গতিবেগ সম্পর্কে নিশ্চিত হন।25 এপ্রিল 2019 এ নিয়ে অ্যাস্ট্রোফিজিক্যাল জানাল লেটারস- এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
No comments