বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি
এইচএসসি/এ লেভেলের ২০২০/২০১৯ সালের পরীক্ষার্থীদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি:
এইচএসসি/এ লেভেলের ২০২০/২০১৯ সালের বিজ্ঞান/কমার্স/বিসনেস স্টাডিস/বাণিজ্য/ব্যবসা প্রশাসন/কলা/মানবিক বিভাগের পরীক্ষার্থীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে ভর্তির জন্য আবেদন করে সরাসরি অনলাইনে ভর্তি হতে পারবেন ৷ আর এইচএসসি/এ লেভেলের ২০২০/২০১৯ সালের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে ভর্তির জন্য আবেদন করে অনলাইনে ভর্তি হতে পারবেন ৷
সুবিধা:
- লাইভ বিমানে প্রাকটিক্যাল প্রশিক্ষণ ৷
- জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, স্পেন, পর্তুগাল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে ইন্টার্নশীপ এর সুযোগ৷
- দক্ষ শিক্ষক৷
- ইঞ্জিন ল্যাব, ককপিট ল্যাব৷
- Credit Transfer করতে পারবেন কিংসস্টন ইউনিভার্সিটি লন্ডন, কভেন্ট্রি ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি অথবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে৷
কোর্সের সময়কাল: আটটি সেমিস্টারে মোট চার বছর ৷
ভর্তির শেষ তারিখ: ৫ ই জানুয়ারি, ২০২১ ৷
আবেদন করার নূন্যতম যোগ্যতা:
২০২০ সালের এইচএসসি/এ লেভেলের শিক্ষার্থীদের আবেদন করার নূন্যতম যোগ্যতা:
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং: ২০২০ সালের এইচএসসি/এ লেভেলের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আবেদন করতে ২০১৮ সালের এসএসসিতে ন্যূনতম ৪.০০ জিপিএ থাকতে হবে ৷
বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট:
২০২০ সালের এইচএসসি/এ লেভেলের কমার্স/বিসনেস স্টাডিস/বাণিজ্য/ব্যবসা প্রশাসন/কলা/মানবিক/বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে ২০১৮ সালের এসএসসিতে ন্যূনতম ৩.৫০ জিপিএ থাকতে হবে ৷
আগ্রহী প্রার্থীর এইচএসসি / এ লেভেলে অ্যাকাউন্টিং অথবা বিসনেস অর্গানিজশন এন্ড ম্যানেজমেন্ট অথবা অর্থনীতি অথবা ফিনান্স, উচ্চতর গণিত অথবা ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স অথবা প্রোডাকশন মাঞ্জমেন্ট এন্ড মার্কেটিং অথবা স্টাটিস্টিক্সের মধ্যে যেকোন একটি বিষয় থাকতে হবে ৷
২০১৯ সালের এইচএসসি/এ লেভেলের শিক্ষার্থীদের আবেদন করার নূন্যতম যোগ্যতা:
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং: ২০১৯ সালের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি/এ লেভেল পাস করা শিক্ষার্থীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আবেদন করতে এইচএসসিতে ন্যূনতম ৪.০০ জিপিএ থাকতে হবে ৷ আগ্রহী প্রার্থীর এইচএসসি / এ লেভেলে পদার্থ বিজ্ঞান অথবা উচ্চতর গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ে ন্যূনতম ৪.০০ থাকতে হবে ৷
বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট:
২০১৯ সালের এইচএসসি/এ লেভেল বিসনেস স্টাডিস অথবা কমার্স অথবা বাণিজ্য অথবা ব্যবসা প্রশাসন বিভাগ: বিসনেস স্টাডিস অথবা কমার্স অথবা বাণিজ্য অথবা ব্যবসা প্রশাসন বিভাগ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীর বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে এইচএসসিতে ন্যূনতম ৩.৫০জিপিএ থাকতে হবে ৷ আগ্রহী প্রার্থীর এইচএসসিতে অ্যাকাউন্টিং অথবা বিসনেস অর্গানিজশন এন্ড ম্যানেজমেন্ট অথবা অর্থনীতি অথবা ফিনান্স, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স অথবা প্রোডাকশন মাঞ্জমেন্ট এন্ড মার্কেটিং অথবা স্টাটিস্টিক্সের মধ্যে যেকোন একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে ৷
২০১৯ সালের এইচএসসি/এ লেভেল আর্টস অথবা মানবিক অথবা কলা বিভাগ: আর্টস অথবা মানবিক অথবা কলা বিভাগ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীর বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে এইচএসসিতে ন্যূনতম ৩.৫০ জিপিএ থাকতে হবে ৷ আগ্রহী প্রার্থীর এইচএসসিতে অর্থনীতি অথবা বিসনেস অর্গানিজশন এন্ড ম্যানেজমেন্ট অথবা ফিনান্স, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স অথবা প্রোডাকশন মাঞ্জমেন্ট এন্ড মার্কেটিং অথবা স্টাটিস্টিক্সের মধ্যে যেকোন একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে ৷
২০১৯ সালের এইচএসসি/এ লেভেল বিজ্ঞান বিভাগ: বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীর বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে এইচএসসিতে ন্যূনতম ৩.৫০ জিপিএ থাকতে হবে ৷ আগ্রহী প্রার্থীর এইচএসসিতে উচ্চতর গণিতে ন্যূনতম ৩.০০ থাকতে হবে ৷
টিউশন ফিস:
বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট:
ভর্তি ফি : ৩০,৫০০/- টাকা ।
সেমিস্টার প্রতি টিউশন ফি : ৫৫,০০০/- টাকা ।
চার বছরে মোট খরচ : ৪,৭০,৫০০/- টাকা ।
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং:
ভর্তি ফি : ৩০,৫০০/- টাকা ।
সেমিস্টার প্রতি টিউশন ফি : ৮৯,০০০/- টাকা ।
চার বছরে মোট খরচ : ৭,৪২,৫০০/- টাকা ।
ক্রেডিট:
মোট ক্রেডিট(বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং): ১৪২ ।
মোট ক্রেডিট (বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট): ১২০ ।
বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্স শেষ করার পর কোথায় জব করতে পারবেন?
বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট হলো বিমানবন্দর/এয়ারলাইনস/বিমান ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স যেখানে আট সেমিস্টার পড়াশোনা করে আপনি বিমানবন্দর অ্যাডমিশনিস্টেশন, বিমানবন্দর অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং, এয়ারলাইন্স অ্যাকাউন্টিং, এয়ারলাইনস ফাইন্যান্স, বিমানবন্দর অপারেশন, এয়ার হোস্টেস, এয়ারক্রাফট অপারেশন, এয়ারলাইন্স অপারেশন, বিমানবন্দরে যাত্রী সেবা, বিমান বন্দরে এয়ারক্রাফট পরিচালনা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট,এয়ারলাইনস ব্যবস্থাপনা, বিমানবন্দরে করারোপণ, বিমান বন্দরে কাস্টমস, ই-টিকেটিং, জিডিএস প্রোগ্রাম এ বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন ৷ এটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী স্বীকৃত এবং জনপ্রিয় পেশা ৷ এর পাশাপাশি আপনি সাধারণ বিবিএর ৬০ ক্রেডিট অধ্যয়ন করবেন যা আপনাকে ব্যাঙ্ক, মোবাইল অপারেটর কোম্পানি, বীমা, বিক্রয় ও বিপণন, গ্রাহক সেবাসহ সাধারণ বিবিএর বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে সমস্ত চাকরি পেতে সুযোগ দেবে ৷ তাছাড়া মদ্যপ্রাচ্চের এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, ওমান এয়ার, সাউদিয়া এয়ারলাইন্স ও অন্যান্য যে এয়ারলাইন্স গুলি বাংলাদেশে ফ্লাইট অপারেট করে সেগুলিতে রয়েছে কাজ করার সুযোগ ৷
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করার পর কোথায় জব করতে পারবেন?
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স যেখানে আট সেমিস্টার পড়াশোনা করে আপনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ডিজাইন এন্ড প্ল্যানিং, স্যাটেলাইট, স্পেস ইঞ্জিনিয়ারিং, রোকেট্রি, রাডার সিস্টেমস, রিমোট কন্ট্রোল সেন্সিং সিস্টেমস, হিউমান মেকানিক্স, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমস, এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট ডিজাইন, গ্যাস টারবাইন ইঞ্জিন ডিজাইন এন্ড মেইনটেনেন্স, রেডিও ইলেকট্রিকাল সিস্টেমস, এয়ারক্রাফট ইন্টেরিওর , জেট ইঞ্জিন ডিজাইন, জেট ইঞ্জিন মেইনটেনেন্স, থার্মাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স ইঞ্জিনিয়ারিং, স্পেসক্রাফট কনস্ট্রাকশন এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাডার ইঞ্জিনিয়ারিং, প্রপালশন ইঞ্জিনিয়ারিং, থার্মোডাইনামিক্স ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, এরোডায়নামিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স, রেডিও টেকনোলজি, স্যাটেলাইট এন্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং এর বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন ৷ এটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী স্বীকৃত এবং জনপ্রিয় পেশা ৷ এর পাশাপাশি আপনি বিএসসি ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স এন্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর ৬০ ক্রেডিট অধ্যয়ন করবেন যা আপনাকে ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স এন্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর বিসিএস, সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি পেতে সুযোগ দেবে ৷ তাছাড়া মদ্যপ্রাচ্চের এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, ওমান এয়ার, সাউদিয়া এয়ারলাইন্স ও অন্যান্য যে এয়ারলাইন্স গুলি বাংলাদেশে ফ্লাইট অপারেট করে সেগুলিতে রয়েছে কাজ করার সুযোগ ৷
বিস্তারিত ভর্তি তথ্য জানার জন্য ০১৯২৬৯৬৩৬৫৩ অথবা (০২)৮৯৯১৩৭১ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে এসে আবেদন করতে পারেন ৷
যোগাযোগ: কলেজ অব এভিয়েশন টেকনোলজি(CATECH)
ঠিকানা: সেক্টর -১১, রোড -২, প্লট -১8, উত্তরা, ঢাকা
ফোন: ০১৯২৬৯৬৩৬৫৩/ (০২)৮৯৯১৩৭১
নিউজপেপার লিংক:
কোর্সের প্রসপেকটাস এবং লিফলেট নীচের লিঙ্কে ক্লিক করে পাবেন:
No comments