Header Ads

শিক্ষামূলক একটি গল্প

 এক ভদ্রমহিলা ফার্মেসীতে গিয়ে সায়ানাইড চাইলেন। যেটি খুব মারাত্মক একপ্রকার বিষ।

ফার্মাসিস্ট দার্শনিকের সুরে বলেন, দুনিয়াতে এত কিছু থাকতে তোমার সায়ানাইড দরকার কেন?
ভদ্রমহিলা তখন ব্যাখ্যা করেন যে, সে তার স্বামীকে বিষ প্রয়োগে হত্যা করতে চায় এবং এইজন্য তার এই বিষ দরকার।

একথা শুনে ফার্মাসিস্ট আৎকে উঠে বললেন, আল্লাহ রহম কর! আমি তোমার স্বামীকে হত্যা করবার জন্য বিষ দিতে পারবো না। এটি আইনের লংঘন, আমার লাইসেন্স বাতিল হবে। আমাদের দুজনেরই জেল জরিমানা এমনকি ফাঁসীও হতে পারে। কোনমতেই আমি তোমাকে সায়ানাইড দেবোনা।

তখন ভদ্রমহিলা হ্যান্ড ব্যাগ থেকে একটি ছবি বের করে ফার্মাসিস্টকে দেখান। যেখানে দেখা যাচ্ছে মহিলার স্বামী এবং ফার্মাসিস্ট এর স্ত্রী একসাথে বিছানায়।ফার্মাসিস্ট ছবিটি দেখে বলেন, ওয়েল, তুমিতো আগে বলনি যে তোমার কাছে প্রেসক্রিপশন আছে!



বি:দ্র: এটি একটি ইংরেজী কৌতুক থেকে নেয়া। বাস্তবতা হলো- যতক্ষন পর্যন্ত নিজের উপর আঘাত না আসে ততক্ষণ পর্যন্ত মানুষ প্রচুর নীতিবাক্য আওড়াতে পারে।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.