এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইমেন্ট জমা সংক্রান্ত জরুরী বিষয়-
এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইমেন্ট জমা সংক্রান্ত জরুরী বিষয়-
০১- বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে উত্তর পত্র জমা দিতে হবে ০৮-০৮-২-২১ তরিখে সকাল ১০:০০ টা থেকে।
০২- মানবিক বিভাগের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে উত্তর পত্র জমা দিতে হবে ০৯-০৮-২০২১ তরিখে সকাল ১০:০০ টা থেকে ।
03- কোন ছাত্র ছাত্রী নোট, গাইড, ইন্টারনেট, সামাজীক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসােইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে। ( যে কপি করার সুযোগ দিবে এবং যে কপি করবে দুই জনেই দোষী বলে গণ্য হবে)
০৪- কভার পেজ পূরণ করার পর সঠিকতা নিয়ে কারো সংসয় হলে উত্তপত্র জমা দিতে আসার সময় একটা অতিরিক্ত কভার পেজ সাথে আনার নির্দেশ দেয়া গেলো।
No comments