Header Ads

এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইমেন্ট জমা সংক্রান্ত জরুরী বিষয়-

 এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইমেন্ট জমা সংক্রান্ত জরুরী বিষয়-

০১- বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে উত্তর পত্র জমা দিতে হবে ০৮-০৮-২-২১ তরিখে সকাল ১০:০০ টা থেকে।
০২- মানবিক বিভাগের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে উত্তর পত্র জমা দিতে হবে ০৯-০৮-২০২১ তরিখে সকাল ১০:০০ টা থেকে ।
03- কোন ছাত্র ছাত্রী নোট, গাইড, ইন্টারনেট, সামাজীক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসােইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে। ( যে কপি করার সুযোগ দিবে এবং যে কপি করবে দুই জনেই দোষী বলে গণ্য হবে)
০৪- কভার পেজ পূরণ করার পর সঠিকতা নিয়ে কারো সংসয় হলে উত্তপত্র জমা দিতে আসার সময় একটা অতিরিক্ত কভার পেজ সাথে আনার নির্দেশ দেয়া গেলো।


No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.