Header Ads

Cop-26:- conference of parties.

 #Gkliveclassnotes2022

Cop-26:- conference of parties.
সম্মেলনটি প্রথম হয়েছিলো ১৯৯৫সালে।এটি জার্মানির বার্লিন শহরে হয়েছিলো।
ইউনাইটেড ন্যাশন(UN)এর UNFCCC এর মাধ্যমে হয়েছে।
*২৬তম সম্মেলনটি হয়েছেঃ- গ্লাসগোর স্কটল্যান্ডে।)
গ্লাসগোঃ-ক্লাইড নদীর তীরে অবস্থিত)।
সভাপতি ছিলেনঃ-অলোক শর্মা।
*২৭তম অধিবেশনটি হবেঃ-(৭-১৮ নভেম্বর-২০২২।)
স্থানঃ-শার্ম আল শেখ,মিশরে।
*২৮তম অধিবেশন হবেঃ-(৬-১৭ নভেম্বর-২০২৩)
স্থানঃ-সংযুক্ত আরব আমিরাত।(UAE)
Cop সম্মেলনটি --UNFCCC আয়োজন করে।
UNFCCC এর পূর্ণরুপঃ- United Nations Framework Convention(স্মারক) on the Climate Change..


--CVF কি?
উত্তরঃ- ক্লাইমেট ভালনারেবল ফোরাম।
সবেচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ফোরাম।
- সভাপতি দেশঃ-বাংলাদেশ।
- এই ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থাপন করেন ৬টি সুপারিশ এবং দাবি পেশ করেন ৪টি। এই প্রোগ্রামে ১২০টি দেশ উপস্থিত ছিলো।
**ওই প্রোগ্রামে একটি চলচিত্র দেখানো হয়।চলচিত্রটির নাম-নোনা জলের কাব্য।
BD তম সমূহঃ-
**১মঃ-
- ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান ১ম।
- পাট রপ্তানিতে ১ম।
(পাট উৎপাদনে প্রথম-ভারত।)
**২য়ঃ-
- পাট উৎপাদনেঃ-২য়।
- কাঠাল উৎপাদনেঃ-২য়।
- তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ২য়।
৩য়ঃ-
- মিঠা পানির মাছ উৎপাদনেঃ-৩য়।
- সবজি উৎপাদনেঃ-৩য়।
৪র্থঃ-
- ধান উৎপাদনেঃ-৪র্থ।
৮মঃ-
- আম উৎপাদনেঃ-৮ম।
- পেয়ারা উৎপাদনেঃ-৮ম।
- প্রবাসী আয়েঃ-৮ম।
**গুরুত্বপূর্ণ পরিকল্পনা**
**৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাঃ-
মেয়াদকালঃ-২০২০-২০২৫।
একে বলা হয়ঃ-অর্থনৈতিক প্রবিদ্ধি আয়ের পরিকল্পনা।
- এখানে,লক্ষ্যমাত্রা-৪টি।
১. বিনিয়োগে মোট জিডিপির ৩৭.৪ উন্নীত করা।
২. প্রত্যাশিত গড় আয়ু ৭৪ এ উন্নীত করা।
৩. মাথা পিছু আয় ৩১০৬এ উন্নীত করা।
৪. বিদ্যুৎ উৎপাদন ৩০ হাজার মেগাওয়াটে উন্নীত করা।


No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.