কেন টিকটকারদের জন্য এতো বড় হুঁশিয়ারি
পুরান ঢাকার ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা এলাকায় বেড়ে গিয়েছিল টিকটকারদের উৎপাত। তাদের কর্মকাণ্ডে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়েছেন দর্শনার্থীরা। এ অবস্থায় কেল্লার ভেতরে টিকটক করতে নিষেধ করে কয়েকদিন ধরে মাইকিং করা হয়েছে। মাইকিং চলাকালে বলা হয়, ‘লালবাগ কেল্লায় টিকটক করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। টিকটক করা অবস্থায় কোনো ব্যক্তিকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অবশেষে ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ভিডিও করা নিষিদ্ধ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার (১৩ নভেম্বর) এই ঘোষণা দেয় লালবাগ কর্তৃপক্ষ। এই তথ্য নিশ্চিত করেছেন লালবাগ কেল্লার সহকারী তত্ত্বাবধায়ক তানজিলুর রহমান।
তিনি বলেন, কেল্লায় দর্শনার্থীদের অসুবিধা করে অনেকে টিকটকের জন্য ভিডিও করছিলেন। তাদের অনেককে দর্শনার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। এ কারণে আমরা কেল্লার ভেতরে টিকটক ভিডিও বন্ধ করতে বলেছি।
তিনি আরও বলেন, নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে কেল্লার নিরাপত্তায় ১০ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। প্রতি শুক্রবার দর্শনার্থী বেশি থাকায় ট্যুরিস্ট পুলিশ থাকে। মাইকিং করার কারণে উৎপাতকারীদের সংখ্যা কিছুটা কমেছে।
No comments