2019 সালে অবাক করা কিছু নতুন প্রযুক্তি
নতুন প্রযুক্তির গাড়ি এখন হাঁটতেও পারে
ইতিমধ্যে উপরের টাইটেল পড়ে হয়তো অনেকেই চমকে গিয়েছিলেন। এটাই স্বাভাবিক।2019 সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিক শো (CIS) টেকনোলজি প্রদর্শনীতে উপস্থাপিত হয় 'এলিভেট' নামের বিশেষ ধরনের একটি গাড়ি। দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে। উদ্ভাবিত নতুন এই 'এলিভেট' শুধু ছুটবে না, হাঁটবেও।এছাড়া মহাকাশেও এলিভেট কাজ করতে পারবে। পা নাডিয়ে চলাফেরার সময় গাড়ির ভিতরে বসে থাকা যাত্রী কোন ঝাঁকুনি লাগবে না।বরফের মধ্যে এ গাড়ি আটকে গেলে হেঁটে রাস্তায় ফিরে এলে আবার চলতে শুরু করবে।মুখ দেখে রোগ সনাক্ত করবে ডক্টর |
পরিবেশকে দূষিত করে না এমন প্লাস্টিক
ইসরাইলে বিজ্ঞানীরা জৈব পলিমার প্রযুক্তি ব্যবহার করে উদ্বোধন করেছে এমন এক জৈব প্লাস্টিক, যা পরিবেশের কোন ক্ষতি করে না। পরিবেশ বান্ধব প্লাস্টিকটি উদ্বোধন করেন তেলআরবি ইউনিভার্সিটির গবেষক আলেকজান্ডার গোল্ড বাগ ও তার দল।এটি নিয়ে সম্প্রতি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে জৈব নিরাপত্তা প্রযুক্তি সম্পর্কিত জার্নালে।মূলত এ বায়োপ্লাস্টিক পলিমার নৌবিশেষজ্ঞদের কাছে পলিহাইড্রোক্রিয়াল ক্যানটস (PHAs)নামে পরিচিত।এর মধ্যমে সমুদ্র শৈবাল থেকে দূষণকারী পদার্থ আহরণ করে তা জৈব বর্জ্য পুনঃ রূপান্তর করা হয়।
Really..
ReplyDelete