Header Ads

মহাকাশের রহস্যময় সংকেত


ইতিমধ্যেই পাওয়া গেছে মহাকাশের রহস্যময় নতুন সংকেত। দূরের কোন গ্রহ মন্ডল থেকে ভেসে আসছে রহস্যময় সংকেত। কানাডা একটি টেলিস্কোপে সম্প্রতি ধরা পড়েছে সেই মিলিসেকেন্ডের ভিডিও বার্তা।সেই বার্তা ঠিক কী ধরনের বা ঠিক কোথা থেকে আসছে, তা জানা সম্ভব হয়নি।ফার্স্ট রেডিও বাস্ট (FIB) নামে পরিচিত 13 টি দ্রুত রেডিও সংকেতের এর সংকেত ছয় বার পুনরাবৃত্তি হয়ে আসে  দূর থেকে।ইতিহাসে দ্বিতীয় বারের মতো এমন ঘটনা ঘটে।এর আগে 2007 সালে প্রথম আরেকটি টেলিস্কোপে এমন সংকেত ধরা পড়েছিল। জ্যোতিষ বিজ্ঞানীরা এখন এর রহস্য উন্মোচনে ব্যস্ত।ব্রিটিশ কলম্বিয়ার কানাডিয়ান হাইড্রোজেন ইনটেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট (CHIME) পর্যবেক্ষণ কেন্দ্রে 4 টি 100 মিটার লম্বা টেলিস্কোপ আছে, যা দিয়ে পুরো উত্তর আকাশ পর্যবেক্ষণ করা হয়।এখানে পাওয়া এ দ্রুত গতি রেডিও সংকেত গুলো 700 মেগা ওয়াতের আবার কিছু কিছু সংকেত রয়েছে 400 মেগাওয়াট ।এতে যে শক্তি ছিল তা তৈরি করতে সূর্যের এক বছর সময় লাগে।এরই মধ্যে খবর পাওয়া যায় যে নতুন এক ভিন গ্রহের সন্ধান।নাসার কেপলার টেলিস্কোপের সম্প্রতি মহাকাশে খুঁজে পেয়েছে পৃথিবীর আকারের দ্বিগুণ একটি গ্রহ যার নাম দেওয়া হয়েছে 'কে 2-288 বিবি'।পৃথিবী থেকে 226 আলোকবর্ষ দূরে টরাস নক্ষত্রপুঞ্জে এর অবস্থান। নক্ষত্রটি সূর্যের চেয়ে আকারে অনেক ছোট এবং অনেক হালকা। এটি প্রায় টিমটিম করে জ্বলছে। আর এ নক্ষত্র কে 31.3 দিনে অর্থাৎ 31 দিন তিন ঘন্টা এক বার প্রদক্ষিণ করেছে গ্রহটি।
এক গ্রহে তিন সূর্য
সম্পত্তি 320 আলোকবর্ষ দূরে তিনটি নক্ষত্র আছে এমন গ্রহের অস্তিত্ব পাওয়া গেছে।সেন্তেরাস- এর নক্ষত্রপুঞ্জের মধ্যে অবস্থিত গ্রহটি এইচডি131399এবি নামে পরিচিত।তিনটি উজ্জ্বল তারার মধ্যে উজ্জ্বলতম তারার চারিদিকে এটি একটি প্রশস্ত কক্ষপথে করে প্রদক্ষিণ করে।অন্য নক্ষত্রের দুটি একের উপর চার দিকে আবর্তন করে এবং এরা গ্রহটি কক্ষপথের বাহিরে অবস্থান করে। তারা দুইটি কেন্দ্রের বড় নক্ষত্রকে ঘিরে আবতন করে।কেন্দ্রে থাকা এ নক্ষত্র আমাদের সূর্যের চেয়ে 80% বড়।কক্ষপথের অর্ধেক যেতে গ্রহটি সময় নেয় পৃথিবীর 550 বছরে সমান ।1.6 কোটি বছর বয়সে গ্রহের অনেক বছর ধরে নক্ষত্রগুলো কাছাকাছি অবস্থান করেছে এবং সমানতালে তিন বার সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটায়। গ্রহটির ভর সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি ভরের তুলনায় চারগুণ বেশি আর তাপমাত্রা 580 ডিগ্রি সেলসিয়াস।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.