জেনে নিন আধুনিক প্রযুক্তি কম্পিউটার সম্পর্কে ।
আমরা জানি, বর্তমানে সব থেকে আধুনিক যন্ত্র হচ্ছে কম্পিউটার। আর এ কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন।কম্পিউটার পুনরাবৃত্তি মূলক কাজে সব থেকে বেশি সুবিধাজনকবর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার।আর এ কম্পিউটার সিস্টেমের প্রধান চারটি ধাপ হলো input, processing, output এবং storage। কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে গাণিতিক যুক্তি ইউনিট (ALU)। কম্পিউটারের সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার হলো লেজার প্রিন্টার। কম্পিউটারের আউটপুট ডিভাইস গুলো হল প্রিন্টার, প্লটার, প্রজেক্টর, মনিটর ও স্পিকার ইত্যাদি।
কম্পিউটারে আদমশুমারি, ভোটার তালিকা, ভূমি জরিপ, পরিসংখ্যানে যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তার নাম হলো ডাটাবেজ প্রোগ্রাম।কম্পিউটার এর উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম এ রূপান্তর করতে ব্যবহার করা হয় অনুবাদ প্রোগ্রাম।কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা FORTRAN।কম্পিউটারে সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনা সাজানোর নির্দেশাবলী কে প্রোগ্রাম বলে।কম্পিউটারে সুবিন্যস্ত ভাবে ডেটা ও তথ্যাবলী সূচি প্রণয়ন করাকে ইনডেক্সিং বলে।কম্পিউটারে ভাইরাস হলো এক ধরনের বিশেষ প্রোগ্রাম কম্পিউটার হার্ডওয়ার এর মধ্যে তিনটি অংশ থাকে।Memory ও ALU এর মধ্যে সংযোগ কন্ট্রোল ইউনিট স্থাপন করে।INF হলো এক ধরনের সিস্টেম ফাইল।বাংলাদেশের স্থাপিত প্রথম কম্পিউটার IBM 1620।কম্পিউটার চালু করলে আগে BIOS কাজ করতে শুরু করে।এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি হয় হাইব্রিড কম্পিউটার।
The picture is taken from unsplash . |
No comments