Header Ads

বাংলার কবিদের পরিচয়


কবি রবীন্দ্রনাথ ঠাকুর:

                                                                          
জন্ম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দে ৭ ই মে, ১২৬৮ বঙ্গাব্দের ২৫ শে বৈশাখ, কলকাতার জোড়া  সাঁকোর  বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন ।
    
প্রথম কাব্য :তাঁর  প্রথম কাব্য "বনফুল"।এটি তাঁর ১৫ বছর বয়সে প্রকাশিত হয়।

কাব্যগ্রন্থ : তাঁর কাব্যগ্রন্থগুলো হলো বনফুল, কল্পনা, মানসী, চিত্রা, সোনার তীর, গীতাঞ্জলি,পুনশ্চ ইত্যাদি।

উপন্যাস : তাঁর উপন্যাস গুলো হলো গোরা, ঘরে বাহিরে ,চোখের বালি ,যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি।
  
গল্পগ্রন্থ :তাঁর গল্পগ্রন্থ হলো গল্পগুচ্ছ ইত্যাদি  

নাটক : তাঁর নাটকগুলো হলো রক্তকরবী, বিসর্জন, ডাকঘর ইত্যাদি

প্রবন্ধ গ্রন্থ: তাঁর প্রবন্ধ গ্রন্থ হলো  বিচিত্র প্রবন্ধ ইত্যাদি  

মৃত্যু: ১৯৪১ খ্রিস্টাব্দে৭ ই আগস্ট, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শে শ্রাবণ কলকাতায় তিঁনি মৃত্যুবরণ করেন। 
      
কবি কাজী নজরুল ইসলাম :                      

জন্ম: বাংলাদেশের জাতীয়  কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫ শে মে, বাংলা ১৩০৬ সালের ১১ ই  জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন

শিক্ষা ও পেশা :তিঁনি বর্ধমানে ও ময়মনসিংহ ত্রিশাল থানার দারিয়াপুর হাই স্কুলে পড়াশোনা করেন ১৯১৭ তিঁনি সালের সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন  

সাহিত্য : কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, ইত্যাদি রচনা ।গজল, খেয়াল ও রাগপ্রধান গান রচনায় দক্ষ ছিলেন তিঁনি

কাব্যগ্রন্থ :চক্রবাক, সিন্ধু হিন্দোল, যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দিইত্যাদি

গল্প ও উপন্যাস : ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা  ইত্যাদি

পুরস্কার ও সম্মান :  ১৯৭১সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর তাকে ঢাকায় এনে নাগরিকত্ব প্রদান করে জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়  

উপাধি :“বিদ্রোহী কবি “ তিনি সর্বদাই সত্যবাদী কবি ছিলেন।তিনি তার কবিতার মধ্য দিয়ে সমাজকে সুশৃংখলে আনার জন্য বিদ্রোহ করতেন প্রতিবাদ করতেন। আর এ প্রতিবাদ ও সত্যবাদিতার জন্যই তাকে একসময় জেল বাস করতে হয় তিনি তবুও প্রতিবাদ করতে পিছপা হননি।তিনি সর্বদাই সাহসী ছিলেন আর এ জন্যই তিনি বাংলার  গর্ব

ব্যাধি ও মৃত্যু :মাত্র ৪০ বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিঁনি বাকশক্তি হারান তারপর ১৯৭৬ সালের ২৯ শে আগস্ট ঢাকা পি . জি হাসপাতালে তিঁনি মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়             

2 comments:

Theme images by Petrovich9. Powered by Blogger.