300 কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলছে ফেসবুক
ইতিমধ্যেই ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত মাত্র ছয় মাসের মধ্য ৩০০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেসবুক।ফেসবুক অনেক আগেই বুঝতে পেরেছিল যে, আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায় ভুয়া অ্যাকাউন্ট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা।যে কারণেই ভুয়া অ্যাকাউন্ট গুলো চালু করার কয়েক মিনিটের মধ্যেই সরিয়ে ফেলেছে ফেসবুক।ফেসবুক কতৃপক্ষ মনে করেন যে, প্রতি মাসে ২৪০ কোটি সচল অ্যাকাউন্টের মধ্যে প্রায় ৫ শতাংশ বা ১২ কোটি অ্যাকাউন্টই ভুয়া।তাই ফেসবুক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলার পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়।ফেসবুক কর্তৃপক্ষ আরো জানান যে অনেক অ্যাকাউন্ট আছে যে, যেসব অ্যাকাউন্টগুলোতে ঘৃণা বাক্য ছড়ানোয় প্রায় ৭৩ লাখ পোস্ট ও ছবি।সেসব অ্যাকাউন্টগুলোর ছবি ও পোস্ট সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।এর আগে প্রায় ৫৪ লাখ এ ধরনের পোস্ট সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।তবে এই প্রথমবারের মতো সরিয়ে নেওয়া পোস্টের সংখ্যা প্রকাশ করল ফেসবুক।এছাড়াও আরো জানা যায় যে, ফেসবুকে গুজব ছড়ানো পোস্টগুলোর প্রতি বিশেষ পদক্ষেপ নেবেন ফেসবুক কর্তৃপক্ষ ।
No comments