ল্যাপটপ ক্রেতাদের জন্য সুখবর
ইলেকট্রনিক পণ্য বাজারে নিয়ে এলো দুটি নতুন মডেলের ল্যাপটপ।ক্রেতাদের আকর্ষণ বাড়াতে দুটি ল্যাপটপই উন্নত মানের নতুন স্মার্ট টেকনোলজি দিয়ে তৈরি।ল্যাপটপ দুটির মডেল হচ্ছে এইচপি প্রোবুক ৪৪০ জি৬ এবং এইচপি প্রোবুক ৪৫০ জি৬ মডেলের।এইচপি প্রোবুক ৪৪০ জি৬ মডেলের ল্যাপটপটি ৪ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে ৮ম প্রজন্মের ইন্টেল কোর আই-ফাইভ প্রসেসর।ল্যাপটপটির দাম ৫১,৫০০ টাকা।৮ম প্রজন্মের কোর আই-সেভেন প্রসেসরের দুটি সংস্করণ বাজারে পাওয়া যাচ্ছে। ৮ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিএসসি এমএক্স২৫০ ২ গিগাবাইট গ্রাফিকস কার্ডের সংস্করণটির দাম ৭১ হাজার ৫০০ টাকা।এইচপি প্রোবুক ৪৫০ জি৬ মডেলের বেসিক ল্যাপটপে রয়েছে ৮ম প্রজন্মের ইনটেল কোর আই-ফাইভ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। দাম ৫১,৫০০ টাকা।দুটি ল্যাপটপই মান সম্পূর্ণ।এখন প্রশ্ন হল আপনার কোন ল্যাপটপটি পছন্দ? পছন্দের ল্যাপটপটির নাম লিখে আমাদের কমেন্ট বক্সে তা জানিয়ে দিন।
wo
ReplyDelete