Header Ads

ফেসবুক নিয়ে আনছে ক্রিপ্টোকারেন্সি

ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এমন এক ধরনের মুদ্রা যা হাতে ছোঁয়া যায় নাযার কোনো বাস্তব চিহ্ন নেই যা হাতে ধরা যায়এই ক্রিপ্টোকারেন্সি অস্তিত্ব শুধু অনলাইন জগতেইএটি ব্যবহার করে শুধুমাত্র অনলাইনে ডলারের মতো লেনদেন করা যায়।অনলাইন জগতে ক্রিপ্টোকারেন্সি সব থেকে জনপ্রিয় মুদ্রা হচ্ছে বিটকয়েনআমরা জানি, বর্তমানে এক ডলার = বাংলাদেশি 84 টাকাকিন্তু এক বিটকয়েন = বাংলাদেশি 721,564.46 টাকা
আমরা ইতিমধ্যে জানি যে বর্তমানে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক থেকে ইনকাম করা যায়তবে এবার জানা গেছে যে, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ব্যবহারকারীদের নতুন ভাবে ইনকামের জন্য তাদের নিজস্ব ক্রিপ্টো কারেন্সি নিয়ে আসবেযতদূর জানা গিয়েছে এটা বিটকয়েন কিংবা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতই কাজ করবে।যদিও ফেসবুক কর্তৃপক্ষ ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিংবা  মতামত পোষণ করেননি।তবে অনেকদিন আগে থেকে অনেকের ধারণা ছিল যে, ফেসবুক ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টেরই অংশ সম্প্রতি জানা গিয়েছে, ইতিমধ্যে ফেসবুক তাদের কোম্পানিতে ক্রিপ্টকারেন্সি নিয়ে গবেষণা করার জন্য নতুন এক ইঞ্জিনিয়ারিং বিভাগও খুলেছে। 

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.