ফেসবুক নিয়ে আনছে ক্রিপ্টোকারেন্সি
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এমন এক ধরনের মুদ্রা যা হাতে ছোঁয়া যায় না।যার কোনো বাস্তব চিহ্ন নেই যা হাতে ধরা যায়।এই ক্রিপ্টোকারেন্সি অস্তিত্ব শুধু অনলাইন জগতেই।এটি ব্যবহার করে শুধুমাত্র অনলাইনে ডলারের মতো লেনদেন করা যায়।অনলাইন জগতে ক্রিপ্টোকারেন্সি সব থেকে জনপ্রিয় মুদ্রা হচ্ছে বিটকয়েন।আমরা জানি, বর্তমানে এক ডলার = বাংলাদেশি 84 টাকা।কিন্তু এক বিটকয়েন = বাংলাদেশি 721,564.46 টাকা।
আমরা ইতিমধ্যে জানি যে বর্তমানে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক থেকে ইনকাম করা যায়।তবে এবার জানা গেছে যে, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ব্যবহারকারীদের নতুন ভাবে ইনকামের জন্য তাদের নিজস্ব ক্রিপ্টো কারেন্সি নিয়ে আসবে।যতদূর জানা গিয়েছে এটা বিটকয়েন কিংবা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতই কাজ করবে।যদিও ফেসবুক কর্তৃপক্ষ ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিংবা মতামত পোষণ করেননি।তবে অনেকদিন আগে থেকে অনেকের ধারণা ছিল যে, ফেসবুক ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টেরই অংশ। সম্প্রতি জানা গিয়েছে, ইতিমধ্যে ফেসবুক তাদের কোম্পানিতে ক্রিপ্টকারেন্সি নিয়ে গবেষণা করার জন্য নতুন এক ইঞ্জিনিয়ারিং বিভাগও খুলেছে।
No comments