Header Ads

আপনার ফোনের ব্যাটারিতে একবার চার্জ দিলেই কাজ করবে 400 বছর

আজকাল যে কোন ইলেকট্রনিক যন্ত্রে চার্জ নিয়ে ঝামেলা শেষই হয়না।সেটা হতে পারে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা গাড়ির ব্যাটারি।হয়তো আপনার ফোন দিয়ে 15 থেকে 20 টা ছবি তুললি ব্যাটারি চার্জ শেষ কিংবা কিছুক্ষণ বসে গেম খেললেই আপনার ফোন  লো-ব্যাটারির নোটিফিকেশন জানাতে থাকবে।এ অবস্থা আপনাকে আবার এক থেকে দেড় ঘণ্টা বসে চার্জ দেওয়া ছাড়া কোনো উপায় নেই।আচ্ছা কেমন হতো যদি ফোন, ল্যাপটপ কিংবা গাড়ির ব্যাটারি সারাক্ষণ ব্যবহার করার পরেও কখনোই চার্জ দেওয়ার প্রয়োজন হবে না?হয়তো ভাবছেন, এটা কি বলছি! পাগল ছাগল নাকি নাকি!কিন্তু এমনই এক ব্যাটারি আবিষ্কার করতে যাচ্ছে বিজ্ঞানীরা।

 একবার চার্জ দিলে ব্যাটারি চলবে অন্তত 400 বছর।সে ব্যাটারি আপনিতো ব্যবহার করতে পারবেনই সাথে আপনার নাতিপুতিরাও সারা জীবন ব্যবহার করতে পারবে।বর্তমানে দৈনন্দিন জীবনের ইলেকট্রনিক্স যন্ত্রের ব্যবহার ছাড়া আমরা এক মুহূর্তের জন্যও চলতে পারি না।এমন চিন্তা থেকেই নতুন ধরণের ব্যাটারি উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।যে ব্যাটারি চার্জ টিকে থাকবে বছরের পর বছর।বিজ্ঞানীদের গবেষণায় জানা যায় যে,মানুষের চুলের চেয়েও এক হাজার গুন সুক্ষ্ম এক ধরণের গোল্ড ন্যানো ওয়্যার বা স্বর্ণের সূক্ষ্ম তার দিয়ে ভবিষ্যতের এমন ব্যাটারি বানানো সম্ভব। তবে এর বড় সমস্যা হচ্ছে নির্দিষ্ট সংখ্যকবার রিচার্জের পর এগুলো ভেঙে যায়।বিজ্ঞানীদের গবেষণায় জানা যায় যে, তিন মাস ধরে ২ লাখ বার রিচার্জ করার পরও এ ব্যাটারির কার্যক্ষমতা কমে না এতটুকু।অথচ যে কোন ইলেক্ট্রনিক যন্ত্রের ব্যাটারি মাত্র ৩০০ বার রিচার্জ করলেই ব্যাটারির কার্যক্ষমতা লোপ পেতে থাকে।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.