Header Ads

ঈদ আনন্দে স্মার্টফোন

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। দীর্ঘ এক মাস রোজা রাখার পর আসছে আবার ঈদ ।আগামী মাসেই উদযাপিত হবে ঈদুল ফিতর। মুসলিম ধর্মের সব থেকে বড় উৎসব হচ্ছে ঈদ।রমজান মাস হলো ত্যাগের মাস, রহমতের মাস।এ ত্যাগের মাস ও রহমতের মাস পার করে মুসলিমরা ঈদের আনন্দে মেতে উঠে।আর ঈদ আনন্দের সব থেকে আকর্ষনীয় বিষয় ঈদের কেনাকাটাএবারে ঈদ উপলক্ষে নতুন পোশাকের পাশাপাশি প্রযুক্তি পণ্য কিনছে ক্রেতারাঈদ বাজারে উঠেছে কম দামে বেশ কিছু স্মার্টফোনঈদ উপলক্ষে স্মার্টফোনের দাম কমানোর পাশাপাশি ছাড় ও উপহার ঘোষণা দিয়েছে বিভিন্ন স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠানসেজন্য ক্রেতাদের ভিড় জমেছে স্মার্টফোন বিক্রি দোকানে
স্মার্টফোন 1
দাম কমেছে স্মার্টফোন মটোরোলা ওয়ান হ্যান্ডসেটের। বর্তমানে মটোরোলা ওয়ান হ্যান্ডসেটটির দাম ২০ হাজার ৯৯০ টাকাঅনলাইনের গ্রাহকেরা মটোহাব, এডিসন শপ, রবিশপ এবং পিকাবু থেকে সাদা এবং কালো রংয়ের মটোরোলা ওয়ান হ্যান্ডসেটি একই দামে কিনতে পারবে ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৯ ইঞ্জির এইচডি প্লাস ম্যাক্স ভিশন নচ ডিসপ্লে।এছাডাও ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম রয়েছে ফোনটিতে। এ ফোনটি ব্যাটারি ৩০০০ মিলি অ্যাম্পিয়ার। ফোনটিতে ১৩ + ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ডেফথ সেন্সিং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।এ মোটোরোলা ফোন প্রতিষ্ঠানটির বিশেষ কর্মসূচির  আওতায় কিনলে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিবে।আর এই অফারটি চলবে আগামী 6 জুন পর্যন্ত।
স্মার্টফোন 2
দাম কমেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়ে কোম্পানির ফোন।এ ফোনটি কিনলে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ মিলতে পারে। দেশের বাজারে এ কোম্পানির ফোন ওয়াই ফাইভ ২০১৯ ও ওয়াই সেভেন প্রো ২০১৯ (৬৪ জিবি) ফোন দুটি পাওয়া যাবে ৯ হাজার ৯৯৯ টাকা ও ১৫ হাজার ৯৯৯ টাকায়।ফোনটিতে রয়েছে ৩২ জিবির বড় স্টোরেজ সুবিধা,  রয়েছে ২ জিবি র্যাম এবং রয়েছে উন্নত মানের ক্যামেরা। 
স্মার্টফোন 3
ঈদ উপলক্ষে দিচ্ছে শাওমিতে মূল্য ছাড় মি এ২ (৪ + ৬৪ জিবি) ফোনে ৩ হাজার টাকা মূল্যছাড় পাওয়া যাবে। ফোনটির বর্তমান মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা। রেডমি ৬এ (২ + ১৬ জিবি) ফোনটির দাম ৫০০ টাকা ছাড়। এর দাম ৮ হাজার ৯৯৯ টাকা। রেডমি গো কিনলে গ্রাহকেরা টি-শার্ট ফ্রি পাবেন।

এছাড়াও স্যামসাং, অপোর, সিম্ফনি এবং টেকনোরসহ বিভিন্ন স্মার্টফোনের মূল্য ছাড় চলছে ঈদ বাজারে।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.